ফাগুনের এই মাতাল হাওয়ায়
যায় ভেসে মন – কোন দেশে?
কি আছে ওই মাতাল হাওয়ায়
লাগায় নেশা এই দেহে এই মনে?


মন রাঙানো রংয়ের ছটায়
মাতাল নেশায় মন মজে,
রঙে রঙে রাঙিয়ে ভূবন
ফাগুন নাচে আনন্দে – এই ফাগুণ!


রং লাগিয়ে দাও যে তুমি
দেহ মনের অন্তরে ...
লাগিয়ে দিলে এ’কোন আগুন
তুমি যাও গো বলে – ও ফাগুন !


সারা দেহে লাগলো আগুন
পাগল এ’মন উচাটন
রাঙলো যে মন রঙিন নেশায়
গুনগুনিয়ে গায় যে গান - আজ ফাগুন !
----------------------------------------
আমিতাভ (২০.৩.২০১৬)বাড়ি সকাল ৬-১৫