এই পৃথিবীর রঙ্গশালায় আমিও যে -
বৃহন্নলা এক!
চোরাবালি গোলকধাঁধা প্রেম পরিণয় ক্ষুধপিপাসায়
ডুবতে ডুবতে দেখ আমিও কেমন জলজ হয়েছি আজ,
হ্যাঁ - দেখনা কেমন পাঁকাল মাছ হওয়া রপ্ত করেছি।


মন্দ, ভাল  - সে কি কথা ?
ওরা তো এখন এক অবিমিশ্র শব্দকল্পদ্রুম!
না না না, ওরা এখন নয়তো আর তোমার কেহ,
ওদের ওপর তোমার আর নেই কোনও অধিকার ।
হাত বাড়িয়ে ভিক্ষে করে নয়তোবা
লজ্জার মাথা খেয়ে নির্দ্বিধায় নত করে এই মাথা
দেখনা কেমন বেঁচেই চলেছি বেমালুম -
এই আমি তুমি ও ও আর ও ।


পরেছি হালফিলের উলঙ্গ রাজার মত স্বচ্ছ এক পোশাক,
না না বারমুডাও নয় ওটা পালাজোও নয়
আপোষ তাহার নাম,
যা বেশ হট কেকের মত বিক্রি এ'বাজারে -'সারভাইবেল'


ঝরছে বালি খসছে চুন, বেরিয়ে এসেছে এক
জীর্ণ, রুগ্ন হেটমুন্ডে চলা এক সমাজ কঙ্কাল,
বিবর্তনের সাথে সাথে সেও যে বদলেছে বিশাল ।
মেরুদন্ডী মানুষগুলো কেমন অমেরুদন্ডী হয়ে গেছে আজ,
ওরা যেন এক একটি পিছল পাঁকাল মাছ !


অভিমন্যু মরে গেছে, মরেছে মেঘনাদ, একলব্য ওরা
চারিদিকে আজ শুধু বৃহন্নলাদের আস্ফালন -
করেই চলেছে ওরা উন্মত্ত চিৎকার লাগাতার।
____________________________
অমিতাভ (১৪.৯.১৮)