এখানে জীবন
- অমিতাভ শূর


এখানে বাতাস আপনার মনে শিষ দিয়ে চলে
সাল শিরীষ তমাল হয়ে আমলকী  বনে,
কখনও  উত্তর দেয় দোয়েল টিয়ারা শিষ দিয়ে
কিংবা নিশব্দতা ভেঙে অকষ্মাত শুনি ওই মাছরাঙা ঝুপ।


জীবন তো এখানে,
যেখানে নেই আইনক্স ডমিনোস, আলিসান  মল
নেই ফরাসি আতর মাখানো ব্র্যান্ডেড পোশাকের দাম্ভিক  আস্ফালন ।
নেই  কোনও আভিজাত্যের নামে পোশাকি ঠুনকো দেখনদারি।
এখানে চারিদিকে  বিস্তৃত সবুজের আনন্দমেলায়
আছে কল্মি ফুলে ফড়িং  ওড়া, পদ্মে ভ্রমর
আছে কাশবন রাঙ্গামাটি, আছে ঝাউসারি ,
আছে পাখির কুজন আর সোনারোদ্দুর ভোরে বনপলাশীর পদাবলী ।


আছে জলজ প্রাণীদের মুক্ত বিহার
ফুলপাখি পশুদের এখানে অবাধ বিচরণ।  
খোলা হাওয়ায় আছে বিশুদ্ধ অক্সিজেন
বুক ভরে নিতে অফুরান, আছে বিবাদহীন সহাবস্থান।
এখানে পাহাড়ের গায়ে ভোর আলপনা দেয়
সন্ধ্যায় গোধূলির আলো ওই রাঙায় চূড়া।
সবুজ ধানের খেত বিভঙ্গে নাচে ওই
খামখেয়ালি বাতাসের আলতো দোলায় ।


এখানেই থাকে প্রাণ, অমূল্য জীবনের এখানেই আবাস,
নেই আপোষ তার কোনও বিচ্ছিনতার সাথে
নেই সখ্যতা সংযোগ কোনও  মেকি জগতের বৈভব  বিলাসে ।
আছে সাবেকি সারল্য এক সহজ জীবন,
উড়ো মেঘ, বনবীথি, আছে নীল দরিয়ার ঢেউ অনন্ত উচ্ছল ।
দুহাত বাড়িয়ে ওরা ডাকে যে আমায়,
বলে - আয় জীবনকে ছুঁয়ে দেখ,
সে আছে সারল্যে, প্রবাহে আছে উদারতায় ।
__________________________
অমিতাভ (২৯.১.২০১৯)
নির্জন তাজপুর সমুদ্র সৈকতে, সকাল ৬-২৫