চেনা এই শহর আজ যেন এক আলোকিত প্রেতপুরী
রাতের নিঝুমে একান্তে চলেছি এগিয়ে - আমি এক আভিসারি,
একটু বা হয়তো বেসামালও বটে !
ভরসা আমার বন্ধুটি বোবা, সেতো রয়েছে সদাই সজাগ হয়ে জানি
ফুটপাথের ধারে সদাজাগ্রত ওই নিশ্চুপ দেয়ালের সারি।
ওরা যে সততই ক্ষেয়াল রাখে আমার,
প্রায়োজনে বাড়িয়ে এই হাত ওদের কাঁধে রাখি আমি ,
ভর দিয়ে চলতে দেয় আমাকে যে ওরা !
সাথীহারা একাকী আমার সাথে
নির্জন শহরের ঘুমন্ত রাতে - ওরা থাকে পাশে ।
যদিও রয়েছে সাথে আরও এক সাথী তবে সেও নিশ্চুপ নির্বাক,
নিঃশব্দে পড়ে থাকা ফণাহীন ওই বাসুকিরা যত,
নগরীর অট্টালিকার ভিড়ের মাঝে ওরা
ইতিউতি শুয়ে থাকা বোবা ওই রাজপথ।
যে'পথগুলো সামনেই কেমন হারিয়ে যায় ঘন কুয়াশার ঘোরে,
ও’পথেই একদিন হারিয়ে গিয়েছে প্রিয় চিরসাথী যে আমার ,
অজানা কোন দিশায়, কোনও এক অমানিশায়!
ঘুমেরা নিয়েছে বিদায় দুচোখের নিবাস ছেড়ে - আজ সেও বহুদিন।
তাই নির্জনে নিভৃতে এই রাতের নিঝুমে -
জনহীন পথকেই সাথী করে চলেছি পায়ে পায়ে এই পথ বেয়ে
খুঁজে নিতে প্রিয়াকে আমার,
বাসুকির পিঠে চড়ে – এমন রাত কুয়াশায়।
------------------------------------------
অমিতাভ (২২.১২.২০১৭)বাড়ি, রাত ১-৩০