পারনা কি একটু সময় হাতে করে
একটু ঘুরে যেতে?
বেঁচে নিতাম একটু তবে হয়তো নতুন করে
জং ধরা, লক্ষহীন এই একলা চলোর ক্লান্তিকে সরিয়ে ।
একটু তোমার গা ঘেঁষে বসে, একটু তোমায় ছুঁয়ে
একটু দেখে একটু মনের কথা কিছু বলে ,
সরিয়ে  বুকের পাথর ভারি রুদ্ধ মনের দুয়ার খুলি
হাত বাড়াতাম নীলে ।


জানি তুমি চাইবেনা তা
আসবেনা এই কলুষতায়,
তবুও মন যে বলে বারেবারে পুরোনো সেই অধিকারে
একটু যদি সময় করে আসতে নীরব দ্বিপ্রহরে!
জমা ধুলো, যত পাথরগুলো বুকের
দেখতে কেমন সরিয়ে দিতাম,
এতদিনের জমাট ভালাবাসার বিশাল
হিমবাহ গলিয়ে  ।
__________________________
অমিতাভ (২.৫.২০২২) গৃহকোণ, দুপুর ২-২৫