স্বাধীনতা?
সে তো সুরম্য কাঁচের পাত্রে সুসজ্জিত বর্ণময়-
অবাক করা এক কৃত্রিম গোলাপ !
ভুর ভুর সুগন্ধ তার বিশেষণে প্রশংসায় ,
তবে আতরদান হতে - সে নয়তো তার নিজের ।
শিল্পীর সৃষ্টি নিখুঁত গোলাপ যেমন শোভে
নিস্পন্দ হয়ে স্বচ্ছ কাঁচের ঘেরাটোপে,
শব্দহীন নিথর এক কাগুজে বাহার ।


এই উৎসবে সীমিত কজনেই ওরা নাচে গায় উল্লাসে
উজ্বল আলোর নিচে ।
দেদার বৈভবে রঙ্গিন পতাকা উড়িয়ে -
স্বাধীনতা স্বাধীনতা বলে ওরা করে চিৎকার ।


ভোলা যে যায়না তাদের -
ওরা সব মসনদে আসীন কিছু নেত্রী নেতা ।
বেষ্টিত হয়ে রয় কিছু সপার্সদ নিয়ে
সাথে ভাগ্যবান কিছু অনুগত মোসাহেব আর তোষামোদকারী ।


ওদিকে জুলজুল নয়নে চেয়ে আমজনতা ,
ভাবে একি খাওয়ার নাকি পরতে হয় তাকে ?
শূন্য দৃষ্টি নিয়ে ভাবতেই থাকে
কি এমন সুখ লুকিয়ে ঐ শব্দবন্ধ 'স্বাধীনতায়' ?
ধুসর চোখে তারা দ্যাখে নিস্ফলা আগামীকে
ওষ্ঠাধর কাঁপে তার আসু আশাভঙ্গের আভিশাপকে ভেবে ।


তাই নিভে থাকা চুলো আর চাঁদ দ্যাখা চাল নিয়ে
আমজনতার কাছে স্বাধীনতার এই চড়ুইভাতি -
সেতো এক আজব সোনার পাথর বাটি ,
নয়তো বা মনে হয় যেন কোনও ই.টি. !
_____________________
অমিতাভ(২৯.৩.১৮)


** ইটি - এক্সট্রা টেরেসট্রিয়েল (সম্পূর্ণ অজানা এক বহিরাগত)