আর তো কোনওদিন দেখবনা তোমাকে
কুমকুম আবীরে মাখা প্রসন্নতায়,
মনবীনায় বাজবেনা আর সুরধ্বনি
সেখানে নেমেছে আষাঢ়, রাগ ভোইরোর মীড় ।
বিরহ বেঁধেছে ঘর মনের আকাশভুমে
কেড়ে নিয়ে হাসিগান আলো ঝিলমিল।
হৃ্দয়ের আঙ্গিনায় ঢেলে দিয়ে নীল বিষ
উড়িয়েছে ধুলো রাশি আকাশ ধুসর,
করেছে অসাড় স্তব্ধ নিরাকার তোমাকে - আমাকে মলিন।


আমাকে করেছে দীন ছিনিয়ে রাত্রি দিন, খেয়ালি সময় ।
ফেরারী এ'মন আজ গোধূলির ম্রিয়মান দিগন্তরেখায়।


পাবোনা সুগন্ধ তাহার,
সঙ্গসুখ বিনোদন, পাবোনা আর ওই সুমধুর ধ্বনি ,
দেখবনা তাকে আর দিনের আলোতে ,
জোৎস্না রাতের ওই মায়াবী ছায়ায়।
ইতিহাস হয়ে সেতো রয়ে যাবে বাতাসে ধুলোয় মিশে,
পার্থিব এই প্রেম তোমার আমার।


অদৃশ্য তুমি মৃত হয়েও আছ অমৃত হয়ে
অন্তরে আমার তুমি জাগ্রত - জেনো আমরণ।
___________________________
অমিতাভ (২১.১১.১৮ )