লজ্জা নাই বা থাক, থাকুকনা একটু সম্ভ্রম।
বন্য থেকেই তো সভ্য হয়েছিলাম একদিন ,
তবে কী আবার ফিরে বনেই গমন ?
সভ্যতার আজ এ’ কেমন পরিনাম?


কুকুরে বিড়ালে আর শূয়রে যা করে
আমাদের ব্যবহার আজ তারও বহু নিচে,
এ’ কোন তলানিতে ?
তুমি না মানুষ ?
নিজের বড়াই কর শ্রেষ্ট জীব বোলে !!
জানিনা কি করে?


কুকুরেরা করে সম্ভোগ খোলা রাস্তায়
দেখি মৈথুনরত বিড়াল কিংবা পুকুরে পাতি হাঁস –
কিন্তু মানুষ? সেও আজ নেমে আসে খোলা রাস্তায়?
আধুনিকতায় একি বে আব্রু সমাজ !
হারিয়েছে মাত্রাবোধ - বলে উন্মুক্ত উদার,
এখন কি সব তবে পম্পেই নগরী?
যেখানে নিরো কিংবা কেলিগুলাদের অবাধ বিচরণ
কিছু নারীও রয়েছে সাথে ইসাবেলাদের মতন !
এই কি আধুনিক উন্মুক্ততা - নাকি এক উন্মত্ত সমাজ?
তুমি না মানুষ , নাকি হয়ে গেছ উন্মাদ !


সম্ভোগ করি যারে মাংস তার ছিঁড়ে খেয়ে
তারেই করি খুন!
যে পাত্রে খাই তারেই শতছিদ্র করে করি বিকৃত উল্লাস!
আছে কি এমন কোন পশু? জানা নেই আমার!


হিংস্রতা উন্মত্ততা আর দেদার স্বার্থপরতা নিয়ে
নেমে এসেছি এত নিচে -
আজ পশুরাও লজ্জা পায় দেখে
আমাদের এই উলঙ্গ বর্বরতায়।
তুমি না মানুষ ?
নিজের বড়াই কর শ্রেষ্ট জীব বোলে !!


তবে কী আবার ফিরে বনেই গমন ?
সভ্যতার আজ আর নেই কোনও দাম?
======================
অমিতাভ (২০.৭.২০১৫)