বাড়াও না একটু তোমার দুই হাত,
দেখ - আমিও বাড়িয়ে আছি কেমন উন্মুখ হয়ে ...
এসোনা দুজনায় দুজনার ধরি শক্ত করে হাত ,
দেখো অনেক কষ্টের লাঘব হবে নির্ঘাত !!


ছোট্ট এই পরিসরে
কত কিছুই তো বাড়িয়ে দিয়েছো অদ্যাপি, জ্ঞানে অজ্ঞানে ।
দেখেছো কী  কখনও তারে -  
হিসেব করে নিক্তিতে মেপে ?  
বয়স বাড়িয়েছো, বাড়িয়েছো একে একে ইচ্ছেগুলোকে তোমার,
বাড়িয়েছ দায় দায়িত্বগুলো যত !
হয়তো বা সাথে তার -
বাড়িয়ে ফেলেছো সংসার ... গোনাগুন্তিতে !


ভেবে দেখেছ কী ?
বেড়েই চলেছে চাপ -
দিন দিন প্রতিদিন একটু একটু করে তাপে উত্তাপে
ক্রমেই চলেছে বেড়ে আপনার অধিকার কেড়ে !


তবে -
একটু বাড়াতে যদি শেখো হাত,
পাথরেও ফোটে ফুল অভুক্ত শিশু ওঠে হেসে - স্বর্গীয় শোভায় ।
নাহয় দিলেই বা যৎসামান্য কিছু ,
দেখো অনেক কষ্টের লাঘব হবে নির্ঘাত !
========================
অমিতাভ (৬।২।২০১৩) বাড়ি , বিকেল ৬-০০