খোলা আকাশের নিচে মধ্যাহ্নের উজ্বলতায়
কিংবা পূর্ণশশীর মায়াবী আলোর পানে চেয়ে আমি হাসি ।
হাসি আমি তোমাকে বিধাতা একান্তে নিভৃতে
বড়ই অবজ্ঞায় তাচ্ছিল্যভরে হাসি তোমার এমন অবিবেচনাকে ।


এনেছ ধরনীতে দিয়েছ জঠর সাথে
জ্বেলে দিয়ে অনির্বাণ ক্ষুধার অনল,
দাও নাই অন্নের সংস্থান ।
দিয়েছ না চাইতেই যৌনতা তুমি রক্ত মজ্জায় শিরাতে শিরাতে,
দাও নাই দিক্ষা করেছ শিকারি তুমি দাও নাই শিকার ।
বাঁচতে বলেছ তুমি দিয়েছ জীবন -
দাওনি এগিয়ে তুমি সুগম সুললিত বাঁচবার পথ ।
দিয়েছ বিপথে চলার সহজলভ্য সুলুক সন্ধান,
সাথে তার দিয়েছ তুমি পূর্ণ করে এই মগজের ভিতর
যত লোভ ক্রোধ ও ঘৃণার পসরা - অতিব সহজপ্রাপ্য করে ।
দাও নাইতো সহজলভ্য করে সৎগুন কোনও !
তাই হাসি আমি তোমাকে বিধাতা
বড়ই অবজ্ঞায় তাচ্ছিল্যভরে হাসি তোমার এমন অবিবেচনাকে ।


তোমারই আলোর নিচে যে বা যারা করে -
বলপ্রয়োগে দমন শোষণ হত্যা ও লুন্ঠন
তাহারা পুজিত হয় রাজাধিরাজ মহারাজ কিংবা সম্রাট নামে,
যে করে বপন কর্ষণ ঘাম রক্ত ঢেলে দিয়ে
তাকে দাও উপহার তুমি - দারিদ্র অনাহার অশ্রদ্ধার প্রহার !


বড়ই সহজলভ্য করে দাও যখন তখন
দুর্যোগ দুর্ঘটনা দুর্ভাগ্য যত,
দাও নাইতো সাফল্য সুসভ্য শিষ্ট হতে অতি সহজলভ্য করে !
অসভ্য সমাজ ও সন্তানই কি তবে কাম্য ও কাছের তোমার ?
তাই্তো হাসি আমি বার বার তোমাকে আমি হাসি বিধাতা
বড়ই অবজ্ঞায় তাচ্ছিল্যভরে হাসি তোমার এমন অবিবেচনাকে ।
_________________
অমিতাভ ( ১০.১১.১৯)