কোথা থেকে  কিযে হয় কখন কি করে
ওঠাপড়া জীবনের এই সাপলুডো পথে,
বাউনডুলে হাওয়া এক হুড়মুড়  করে
কখন যে খেলে যায় জীবনের আঙ্গিনায়
তছনচ করে সব হিসেব নিকেশ!


ঝোড়ো হাওয়া, তোলপাড়, শোনিতে শিহরণ
জীবনের স্পন্দন বেপরোয়া উচ্ছ্বাসে সোল্লাসে বলে- আমি যৌবন।
তোর আমার নিশ্বাস একই প্রবাহে দেখি চলেছে সে বয়ে,
কে আমি কে তুই  কখন একসাথে হয়ে বয়ে চলি হাওয়ায় হাওয়ায়!
একাকার হয়ে যাই কখন কি করে যেন এই তুই আমি।


একে একে দুই কেন হতে চাই এক, একি মনের ক্ষেয়াল?
ছুঁই ছুঁই মন ছুঁই, ঠোঁট মুখ গাল কেয়ারি করা চুল চায় ছুঁতে,
মনের নিঝুমে ভেজে মন,
তোকে চাই তুইও বুঝতে পারি চাইছিস মেলে দিতে পাপড়ি তোর বসন্ত বিলাসে,
চোখের চাওয়ায় আসে নামে - মিষ্টি  সর্বনাশ।


গেয়ে ওঠে গুনগুন মনের কোনে ধুন
তোরও কি বাজে একই সুর একই তান লয়ে?
তছনচ করে সব হিসেব নিকেশ
কখন যে এসে বয় জীবনের আঙ্গিনায়
বাউনডুলে হাওয়া এক হুড়মুড়  করে।
______________________
অমিতাভ  (১৫.১১.২০২৩) গৃহকোণ