এক ভাষাতেই কথা বলি জিভের স্বাদও একই ।
চাচা কাকা পিসী ফুফায় ছিলনা তফাৎ ।


ছোট্য বেলার সেদিনগুলো কেমন করে ভুলি,
লক্ষীপুজা, ইদের মিলাদ কোলাকুলি ইদ বীজয়ায়,
কত খাওয়া দাওয়া ছিল, কত মেলামেশা!


শুরুর আগেই পুজোর মোদক রোজার মিঠাই
পকেট ভরে পুকর পারে এক ছুটে পিট্টান !!
জুটতো পরে কানমলা আর আদরও সমান।


এখন যত কুট কাচালি টিকি টুপির জেদাজেদি
কেউ বা বলে হর হর কেউ বা জিহাদি!


ধর্ম গেছে চুলোর দরে ভালবাসা নেইতো আর
হঠকারি রাজনীতি আর হিংসা বিদ্বেষ।


মানুষ হল স্বাধীনচেতা,
ধর্ম নীতি তার নিজের ব্যপার
সেটাই স্বভাবিক।
আজ এ' কেমন ধর্ম, নেই সহিষ্ণুতা
কেমন নীতি নেই যেখানে ভালবাসা – শুধুই বিদ্বেষ ?


নতুন নতুন শব্দ এখন
উগ্র কট্টর কিংবা শুনি গোঁড়া মৌলবাদ,
বজরং আইসিস রেসিস্ট কিংবা তালিবান !


এখন হেসে কথা বলতে মানা
আছে ঘৃনা বিদ্বেষ আর ফতোয়া।
বুঝিনা এ কেমন ধরম কেনই বা এই ভেদ !
মনুষ্যত্ব নেই যেখানে আছে ধর্মের জিহাদ !!
=======================
অমিতাভ (১৮।৬।২০১৫) বিকেল ৪-৩০
  
** শ্রদ্ধেয় কবি বন্ধুরা – আমার কথাগুলো একটু ভাবুন, বিস্তৃত বিশ্লেষন করুন এবং
আপনাদের মূল্যবান আভিমত জানান । সময় এসেছে বোধহয়, অনেক অনেককে জানানোর।
দল মত ধর্মের উর্দ্ধে উঠে একটা সুস্থ সমাজ প্রতিষ্টার জন্য, আমার আপনার পরবর্তি
প্রজন্মের জন্য। ক্ষমা করবেন জ্ঞান দিতে খুব অপছন্দ করি, এ আমার উপলব্ধি।