" বধু হত্যা কোথাও নারীর ঝুলছে গলায় ফাঁস,
ধর্ষন, শ্লীলতা হানি নাহয় নির্যাতন নারীকে "
মিডিয়ায় সংবাদপত্রে কিংবা জনমুখে
বেশ চাউর খবর বর্তমানে।


পুরুষেরই অধিকার যত
প্রকৃতির আলো বাতাস সুগন্ধ সৌরভে আর যতেচ্ছাচারে,
নারীকে রেখেছ তুমি অন্ধকারে ঢেকে,
বন্দী করেছ তাকে অবগুন্ঠনে - বলপ্রয়োগে।


হে পুরুষ নারীও প্রকৃতির সন্তান
ঠিক তুমিও যেমন,
কে দিয়েছে অধিকার
এমন বৈষম্য আর ব্যভিচারী 'ফ্যসিসম'কে করতে কায়েম ?


শতাব্দির এই বর্বরতা, বৃহত্তম হঠকারিতা থেকে
মুক্ত করে নারীকে তুমি মুক্ত কর এ’সমাজ
এস তুমি ও আমিও সাথে মুক্ত হই, হই আলোকিত,
অপরাধমুক্ত হয়ে নারীকে মুক্ত করে
আমরা নারীর হই আদরনীয় পুরুষ।
-------------------------------
অমিতাভ (৫.৩.২০১৭)


*** আজ (৮।৩।২০১৭) বিশ্ব নারী দিবসে এ' আমার প্রার্থনা ও আবেদন