সবারই তো রয়েছে দেখি
এক জন্ম জঠর,
তোমাকে তো দেখি প্রেম
জন্মাতে শেষে -
গৃহহীন উন্মুক্ত মনের
এক কল্পলোকের ভিতর!


অলীক প্রেম তাই -
জানেনা যে স্থিতু হতে মানেনা সে ঘর।
শাখা প্রশাখায় দোলে
মৌসুমী হাওয়ায় ভাসে,
প্রেম - সেতো যাযাবর
পারেনা থাকতে বদ্ধ ঘরের ভিতর ।


ফল্গু হতে জানেনা সে
জানেনা প্রেম থাকতে একা,
নরম বুকে মাথা দিয়ে
সব ভুলে তার স্বপ্ন আঁকা।


একরোখা এক পাগলপনা
সে এক অবুঝ মনের ব্যাকুলতা,
প্রেম জানেনা মন্দ ভাল,
বহমানা ক্ষরস্রোতা - সে যে আনমনা উতল ।
_____________________________
অমিতাভ(২৪.১২.২০২০)একান্তে গৃহকোণে