কখন যে তুই ছিনিয়ে নিলি
আমার ফড়িং ধরা বেলা
বৃষ্টিদিনে নৌকো ভাসান গোল্লাছুট খেলা,
আমায় জানতেই দিলি না ?


ছিনিয়ে নিলি পুতুল খেলা
হুটোপুটি দস্যিপনা খুব দুজনের ধুলো খেলা,
হারিয়ে গেল সব যে ওরা
আমি জানতেই পেলাম না ?


কুল কুল ঘাম চুপ দুপুরে
তুই আমি ওই দীঘির পাড়ে,
ডাহুক ঘোরা নিঝুম দুপুর চাঁপা তলাটায়,
নুন মেখে আম লঙ্কা দিয়ে আমরা দুজনায় ।


স্বাচ্ছন্দ নাই বা ছিল
ছিল চাঁদের বুড়ি মায়ের কোল
পরীর দেশের স্বপ্ন ঘোর,
ঘুম পাড়ানো মায়ের কোলে -
সুগন্ধী আনন্দ মাখা সুখ ছিল দেদার ।


এক আকাশ আনন্দ ছিল সুখের পাহাড়ে
সুখ চাদরের ওম মেখে ওই সুখের পাহাড় বাওয়া
ফুলের সাজি দোলের বেদী ভেঁপু পাঁপড় মেলার
নির্মল স্বার্থহীন ছিল প্রসন্নতায় ভরা ।


আজ সাথীও নেই, নেই আনন্দগুলো
নেই খড়ের গাদা ঝিঙ্গে ফুল হলুদ প্রজাপতি,
কখন যে সব গেল চুরি শূন্য করে সোনার তরী
আমার সেই রাশি রাশি সোনালী অনুভূতি ।


কখন যে তুই কেড়ে নিলি
আমার স্বপ্নমদির স্বর্গসুখের বেলা,
পাপড়ি কোমল ফুলের মত আমার ছোট্টবেলাটা
আমি জানতেই পেলাম না !!
--------------------------
অমিতাভ (২৫.৭.২০১৭) সকাল ৬-৩০