দ্বন্দ্ব বিবাদ কান্না আছে
আছে যে হাজারো নালিশ অভিমান ।
তাই বলে কি যায় কি ভোলা, মুছে ফেলা -
তৃষিত দুই প্রেমিক মনের
স্মৃতিমেদুর আদুরী প্রেম ,
ভালোবাসার ব্যকুলতা পাগলপারা উচাটন ?


ঝিঁঝিঁর ডাকে রাত্রি নামে
পাখির ডাকে ফুরোয় রাত,
কোরা শাড়ির সুগন্ধ সুখ,
নরম দেহের সখ্যতা,
ওরাও যে মৌসুমী ক্ষন
দুদিনেরই তো বরাত !


জীবন আসে যায় সে চলে
অজানা তার শুরু ও শেষ ।
তাই ভালোবাসা উষ্ণ প্রেমের
সুগন্ধ আর সৌরভে মেতে,
মরণ আছে জেনেও শেষে
অর্থ খুঁজে পায় জীবন ।
__________________
অমিতাভ(৩০.১২.২০২০) গৃহকোণ