সত্যিই কি চাও জীবনকে পেতে ?
ভাবছো বুঝি সে আছে ওই
লাসভেগাসে হলিউডে নাহয় মোনাকোতে,
সে বুঝি বিরাজ করে যত লাস্যে ও বৈভবে
মিডাস কিংবা টুটেনখামেন নয়তো ক্লিওপেট্রার বেশে ?


ভুল বড্ড ভুল করছ এমনটা ভেবে,
জীবন তো নেই বিলাসিতায়
বৈভবের ওই জামদানিতে কিংবা কাঞ্জিভরমে।


জীবন তো ওই খোলা হাওয়ায় কাশের বনে নদীর চরে
নীল আকাশের নিচে,
জোনাক বাতি তারার মেলায় চাঁদের হাসির দেশে।
জীবন আছে শিশির ভেজা ভোরের বেলায়
হাসনুহানা লেবু ফুলের গন্ধে ভরা গ্রামের মেঠো পথে,
ছড়িয়ে সে ওই দিগন্তে নীল সবুজ প্রান্তরে -
আছে জারুল শিমুল অশোকে আর শাল পিয়ালের বনে।


জীবন তো ওই উড়ে চলা বকের সারি, পেঁজাতুলো উড়ো মেঘে -
সোনালী ওই শঙ্খচিল ডানায়।
চাকচিক্ক বিলাসিতায় কুটিল মনের সংকীর্ণতায়
মরণ হাসে ছদ্মবেশে ব্যথার খেয়ায় জীবন বয়ে যায়।


নদীতীরে সাগরবেলায় নীরব দুপুর ঝিলের জলে,
বনপথে ঝর্ণাতলায় জীবন হাটে পায়ে পায়ে পাহাড়তলীর গায়।
ফুল পাখি প্রকৃতির সনে জীবন বাঁধে ঘর,
সারল্য সততায় জীবন প্রত্যক্ষ উজ্জ্বল।
______________________
অমিতাভ (১৫.৩.২০২০) বাড়ি, সকাল ৬-১৫