কাগজের নৌকো  ভাসান
ছিল বৃষ্টি জলে সেদিনগুলোয়,
হেসে খেলে চুপিসারে
ওরা সব কখন যেন অতীত হল।


বাচ্চাবেলাটা দেখি
নেই সাথে খুঁজে পাইনা আর,
নেই সাথে আর কেউ যে ওরা
যাবে বাঘা তেঁতুল আর কুড়োতে আম।


ফুলেরা ফোটেনা আর আলোর ছোঁয়ায়
মন মাতেনা উল্লাসে,
নেই সেই আড্ডা রকের
সিগারেট আর চায়ের ভাঁড়।


স্মৃতিরা দেয় যে নাড়া
দৃষ্টি ধূসর চোখের বালি,
সবুজ সতেজ ইচ্ছেগুলোয়
শীতের হাওয়া বরফ ভারি।


পায়ের তলায় সর্ষে ছিল
জয়ের নেশা, উড়ি উড়ি,
আজ শধুই থমকে থাকা
মেঘলা আকাশ থির বিজুরি।
________________
অমিতাভ  (২৪.১১.২০২৩)
🌿🌿🌿🌿🌻🌿🌿🌿🌿