নিঃশব্দ নিশুতি রাতে
ঝরা শিশিরের শব্দ আসে কানে,
নীরবে একাকী ঘরে
কারে মনে পড়ে ?

পেঁচা ডেকে উড়ে যায়
রাতের নির্জনতার গুরুভারে,
নির্ঘুমে আমি আর আলো হাতে পাহারায় চাঁদ !
... ঘুমায় পৃথিবী অকাতরে ।


একা জেগে বসে রই রাতের নিস্তব্ধতায়,
জানিনা কোথায় আলোক সূর্য আর রামধনু,
জানিনা আবার পাখির ডাকে হবে কি সকাল ?
দিশাহারা অস্থির এই মন বড় অসহায়- স্তব্ধ স্থবির ।


কান পেতে শুনি ওই নিদ্রাহীন রাতে -
টুপ টুপ টুপ টুপ রাতভর ঝরে ,
শিশির বিন্দুরা ওই ঘাসের ওপরে ।
নির্জন সময়সারণীতে রাতে আমি এক ক্লান্ত পথিক।


চাঁদ জেগে চেয়ে রয়
বিষণ্ণ রাত্রির অনন্ত প্রবাহে
অভয়ার হাসি নিয়ে মায়াবিনী হয়ে –
আবছায়া কূয়াশা চাদরে ।


জানালার কাঁচ বেয়ে
শিশির বিন্দুরা ওই অশ্রু হয়ে ঝরে ,
টুপ টুপ টুপ টুপ রাতভর ঝরে ।
কারে মনে পড়ে ?
==============
অমিতাভ (১।০৩।২০১৩) রাত ১-৪০ ,বাড়ি