কে বা কাহারা আমায়
খোঁজে মন্দিরে মসজিদে?
ধুপে দীপে উপঢৌকনে
নৈবিদ্যের বৈভবে?
কেন যে বৃথাই কর পন্ডশ্রম
দোলাও চামর এই দেখানোর খেলায় !


মানুষ হয়ে জন্ম নিয়ে এই পৃথিবীর বুকে
কি নির্মমতায় মানুষকেই কর ঘৃণা,
তোমারই সৃষ্ট  বিভেদকারী ধর্মের নিরিখে ?


বেশ, তবে কিছু কথা বলি আজ,
তিষ্ঠ ক্ষণকাল - শোনো মন দিয়ে ।
তোমারই নিভৃত অন্তরকে বাহিরে এনে
দেখতো তুমিও কি করেছ রোপন ঐ বিষবৃক্ষের চারাটিকে?
জেনো তোমার ওই মুখ হারাবে ভাষা তুমি হবে মূক,
চেতনা তোমার স্তব্ধ হয়ে হবে সে বধির!


পাবেনা সাক্ষাৎ আমার কখনোই কোনওভাবে ,
হবেনা ক্ষুধার্ত উদর পূরণ
মুক্তির খোয়াবেই থাক ডুবে !


পরধর্মে ঘৃণা আর দম্ভ নিয়ে মনে
যতই ইবাদত কর তুমি কর পূজাপাঠ,
পাবেনা সাক্ষাৎ আমার পাবেনা যে আর
এমন প্রেম প্রীতি মানবতাহীন অন্ধ ধার্মিক অভ্যাসে,
অধরাই রয়ে যাবে তোমার জন্নত বেহেস্ত
হবেনা কোনওদিনও বৈতরণী পার ।


আমাকে পেতে চাও ?
দেখ ওই কর্দমাক্ত মাঠে,
কাদাজল রোদ্দুরে পোড়াপিঠ নিয়ে,
কিংবা বোঝোকি আদৌ?
আমি যে বিরাজমান
স্বয়ং তোমারই অন্তরে !!
-------------------------------
অমিতাভ(৩০.৯.২০১৭)