কত দিন পরে সেই কাঙ্খিত তুমি এলে এক আকাশ প্রসন্নতা নিয়ে,
মনের আকাশে এলে হয়ে এক ডানামেলা সাদা বক উড়ো।
কে যেন সে স্নেহভরে ধুয়ে দিয়ে যায় ঘুম কাতুরে স্বপ্নালু দুচোখ -
আঁজলা ভরা ভোরের শিশিরে ।
পরমাদরে জড়িয়ে ধরে পিপাসায় উন্মুখ -
মন প্রাণ আবেশিত তনুমন উষ্ণতার ছোঁয়ায়!


ভালবাসা - তুমি এতই সুমধুর এত তুমি মোহময়?
কেন তবে এলেনা বল কাছে,
দিলেনা ধরা ওই শ্রীরূপে সেইদিন মগ্ন বিভোর হয়ে ছিলাম যখন?
কেন তবে এত প্রবঞ্চনা এত বিপন্ন ছিল সে সময় ?
কেন ফোটালে কুঁড়ি ডালে ডালে শাখা প্রশাখায়
ফুটতে দিলেনা তারে রঙিন পাপড়ি মেলে ,
বৈরি বাতাসে তারে কেন করে দিলে এলোমেলো।
স্বাভাবিক নিয়মে সাবলিল বৃদ্ধিতেই কি তবে যত অপরাধ?
ক্রুর চাহনিতে লোমশ হাতের থাবাই কি ললাট লিখন -
অবেলায় যত অকাল নিষ্পেষণে?
পর্ণমোচীর নগ্নতায় বুঝি ওরা করে উল্লাস,
ওরা জানে কি, কারে ওরা হত্যা করে চলেছে জ্ঞানে অজ্ঞানে,
হারিয়ে স্বর্গসুখ এই পার্থিবে - অপার্থিবকে অবজ্ঞায় কোরে অবহেলা ?


ভালবাসা - তুমি এতই সুমধুর এত তুমি মোহময়?
কেন তবে এলেনা বল কাছে
দিলেনা ধরা ওই শ্রীরূপে সেইদিন মগ্ন বিভোর হয়ে ছিলাম যখন?
--------------------------------------
আমিতাভ (৬.২.২০২৩) গৃহকোণ সন্ধ্যা ৭-১৫
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍


** আমি যদি নারী হতাম, যা জেনেছি বা দেখি ও শুনি তার থেকে আমার কলম এমন দুকথা বলে।