আঁকা বাঁকা বয়ে চলা আমি এক তির তির নদী,
আপনমনে বইতে থাকা ঠিকানাবিহীন আমি এক দখিনি হাওয়া,
নয়তো বা হব উত্তাল ঢেউয়ের মাথায় ঐ ফেনার মত শ্বেতশুভ্র ফেনীল ।
মনের দুয়ার খুলে আমি যে হতে চাই বন্ধু সবার ।


বাঁচতে চাই আমি সদাহাসি অম্লান ঐ ফুলেদের মত -
সুস্মিত সৌরভে ছড়িয়ে সুগন্ধ যত!
বাঁচতে চাই আমি -
আনন্দকে সাথী করে দুহাতে ছড়িয়ে তাকে অকৃপণ ।


মানবের অবয়বে একদিন হয়েছি হাজির এই ভূবনডাঙ্গায়
কোনও এক সোনাঝরা ঊষার লগনে ।
বিদায় নিতে চাই বন্ধু তোমাদের থেকে
মানুষের পরিচয়ে - মনুষ্যত্বের নির্যাস ধরণীতে রেখে।


চাইনা কামিনী কাঞ্চন আমি
চাইনা করুণা কারও, কোনও রাজ রাজ্যপাট ।
চাই বিদায় নিতে একদিন তোমাদের থেকে - নিষ্পাপ হাসিমুখে,
কারও ভ্রুকুঞ্চনের কোনও কারণ না হয়ে।


ওগো পদপৃষ্ঠ নির্বাক মৃত্তিকা ও ধূলিকণারা -
তোমরাই তো দেখিয়েছ কত পথ কত সহনশিলতা - ভুলিনাই আমি ।
অনেক হেঁটেছি আমি পায়ে পায়ে উড়িয়ে ধূলো তোমাদের বুকের উপর,
আমার মিনতি - ওগো তোমরা আমায় মনে রেখো, দিও স্বীকৃতি আমায় ।
__________________________
অমিতাভ (২৪.২.১৯) গৃহকোণ