না বুঝেও চাই বুঝেও হারাই
ফিরে পেতে চাই বারে বার !
ভালবাসা তুমি বলতো কেন - তুমি এতই সর্বনাশা?
কেন তোমাকে পেতে শান্ত এ'মন হয়ে ওঠে দিশাহারা?
বুঝেও অবুঝ এই অশান্ত হৃদয় হয় বেয়াড়া সে বেপরোয়া !
প্রাণান্ত তার শুধু অনুনয় আর অগণিত আবেদন -
'ওগো একবার এস , একটিবার তো দেখা দাও এসে কাছে',
ছোঁয়া পেলেই তার কি নেশা কি নেশা ...
দেহ ও মনের সেকি ব্যকুলতা কি যে কাঙালপনা -
শুধু আরও চাই আরও চাই করে, করেই যায় বাহানা।
সকলের বড় কাঙ্খিত, ওগো তুমি ভালবাসা -
গুনমানে তুমি চিরনবীন তুমি চিরসবুজ ভাষা ।
তুমি আকারে আকাশ অনন্ত তুমি-নিঃসীম তুমি নীল
চিরন্তন অন্বেসা তুমি কি নেশা কি নেশা ...
__________________
অমিতাভ (১৭.২.২০২০)