লজ্জাকর দিশাহীনতা (১)
___________________


একই ভাষায় কাঁদি হাসি একই জিভের স্বাদ
একই সাদা হাড়ের উপর রক্ত শিরায় লাল ।
তবূও কেমন দ্বিখন্ডিত, এক নদীর দু পার ।
টিকি টুপি ধর্ম নিয়ে চুলোচুলি মার
ভুখা পেট, ভূখা শিক্ষা, ভুখা হালচাল,
ভুখা হয়ে আকাশপানে ছিদ্র ঘরের চাল।
------------------------------------
অমিতাভ (১৩.১২.২০১৬)


লজ্জাকর দিশাহীনতা (২)
___________________
পিতৃপুরুষ পূর্বজরা দিয়েছিল কাঁধ
স্বাধীনতার ডাকে ছিল তাদের বলিদান
স্বাধীন হল এ'দেশ তবে দ্বিখন্ডিত হয়ে
আজ আমি অন্যভুমে জন্মভিটা ছেড়ে,
দিশাহীন,লজ্জাকর ধর্মের উলঙ্গ আক্রোশে
ছিন্ন হল মানবতা ক্ষুণ্ন মনে শেষে উন্মত্ত বিকারে।
------------------------------------
অমিতাভ (১৩.১২.২০১৬)


লজ্জাকর দিশাহীনতা - (৩)
--------------------------------
ধর্ম নিয়ে কাজিয়া ওদের ওরা নাকি ধার্মিক
আবার দেশ নিয়ে ব্যবসা করে ওরা রাজনীতিবিদ !!
পিতৃপুরুষ রক্ত দিল দেশ স্বাধীনও হল জন্মভিটা হারিয়ে পেল তাম্রপাত্র ওরা
আজ আমি স্বাধীন তবে জন্মভূমি হারা,
হারিয়ে যাওয়া মায়ের ছেলের বড় হওয়ার মত, আমি স্বর্ণলতিকা!
লজ্জাকর দিশাহীন ধর্ম আর রাজনীতির বর্বর বদান্যতায় ..
-----------------------------------.
অমিতাভ (১২.১২.২০১৭)