কেন যে ভয় এত শুধু তোকে হারাবার,
কৃপণতারা ক্রমেই দেখি জাঁকিয়ে বসে মনে
মনের ব্যেরোমিটারে বাড়ায় পারদ উচ্চতা !
ওরা কেউ দেখলেও তোকে
কেন বিদ্রোহ করে মন শুধু ফুঁসে ওঠে ?
বার বার কেন দিতে চাই ফরমান -
'দেখতে চাও দেখ তবে ছুঁয়োনা ছুঁয়োনা ওকে
তোমরা ও'চোখ দিয়ে'।


কেন যে দিন দিন নিজেকে নিয়ে হই -
এত সন্দিহান আমি এত উদাসীন ?
শুধুই চাই বয়ে যেতে তোর স্রোতে তোর সাথে ভেসে !
বলনারে তুই ভেবে -
এ'যন্ত্রণার নামই কি ভালবাসা প্রেম?
এই কি সেই মিষ্টি বিষ প্রেমের নাকি 'রোমান্টিসিজম' ?
___________________________
অমিতাভ (২৯.১২.১৮) বাড়ি, রাত ১২ - ৫০