আমাকে ভাবায় মন,
মন তো ভাবেনা তার -
কি বা আসে যায়, কেই বা ভাবায়?
আমি তো সাজিয়ে রাখি যত ইতিহাস
থরে থরে ডাঁই করে ধুসর এই ঘিলুর ভিতর।


মন তো ভাবেনা তা ,
চালচুলোহীন তার নেই কোনও ঘর
নেই তো মস্তিষ্ক তার মাথার উপর !
তাই দুঃসহ ভাবনা যত
অবিরাম দেয় মন - সে তো দিয়েই খালাস !!
_________________
অমিতাভ (২০.৯.২০১৬)


মন
----
আমাকে ভাবায় মন অহর্নিশি দিন,
মন তো ভাবেনা তার কিই বা আসে যায়,
কেই বা ভাবায় তারে , আছেই বা কি তার ?
আমি তো সাজিয়ে রাখি যত ইতিহাস
থরে থরে ডাঁই করে ধুসর ঘিলুর ভিতর,
বেয়াড়া এ'মন দিয়েই চলেছে যত জোগান অফুরান ।


মন তো ভাবেনা তার কিই বা আসে যায়,
চালচুলোহীন তার নেই কোনও ঘর
নেই তো মস্তিষ্ক তার মাথার উপর !
তাই অসহনীয় দুর্বিষহ ভাবনাগুলো যত
অনর্গল দেয় মন বেদনা বিষাদ,
নেই দায়িত্য কোনও কর্তব্যের ভার, সেতো দিয়েই খালাস !!
---------------------
অমিতাভ (২০.৯.২০১৬)