ভালোবাসার হয়না কোনও শেষ
শুরুতে সে একটু বুঝি ধোঁয়াশা কুয়াশা।
তারই পরে শুধুই পথ চলা
রঙেরূপে নয়নজলে অভিমানে উল্লাসে,
অনন্ত পথ আমৃত্যু ভালোবাসার জোশে।


নীল নবঘন আকাশসম
প্রেম ও প্রীতি অনতিক্রম্য।
বড়ই রম্য দুরন্ত যে সে ,
জানলে ভালোবাসতে ভাল
বেড়েই চলে ভালোবাসা অনন্ত অপার।
__________________
অমিতাভ (২৭.৪.১৯)