সময়ের কুয়াশায় ধূসর হয়ে আসে
ভালবাসা, প্রেম, কাঙ্খিত যৌনতার
মখমলি স্মৃতির সরণি।


শুধুই কল্পলোকে ওড়ে
তোমার আঁচল নীল
সাগরপারে ওই শঙ্খবেলায়।


আবছায়া আড়ালে দেয় উঁকি -
লালটিপ, তোমার চপল দীঘল দুটি চোখ।


স্মৃতির পাতারা ওড়ে ধুলিময় ছিন্নপত্রের মত -
শুষ্ক রংচটা এক সুরেলা অতীত।


ওরা প্লাবনে ভেসে যাওয়া পুজোর ফুলের মত
নয়তো বা ওরা কাটা ঘুড়ি।


বিকেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে জীবন,
স্তব্ধ মৌনী হয়ে পোড়া সূর্যকে সে দেখে
গোধূলীর লাল মেখে গায়।
___________________
অমিতাভ (৩.৮.৩১)