নির্ঘুমে ঐ নিঝুম রাতে
যখন একলা থাকি জেগে ,
মনকে আমার সাথী করে
বসি হাজার তারার নিচে।


বাউন্ডুলে এই রাতচরা মন -
ঘুম নেই করেছে আড়ি,
তাই শূন্য মনে তুলোবীজের মতন
ভাসি আমি, করি শূন্যে উড়াউড়ি।


ঘুমায় পৃথিবী দেখি
ভালবাসা প্রেমকে নিয়ে ওরা -
বুকে তারে করে জড়াজড়ি।
ঘরহারা পাখির ডাকে
সারমেয় চিৎকারে
জেগে আমি করি চৌকিদারি।


রাতের নীরবতায় একলা বেপথু হয়ে
জোৎস্নায় ভিজি,
ভিজতে ভিজতে ধুসর ছবিরা ওঠে ভেসে -
একদিন আমিও করেছি স্তন্যপান
দুহাত বাড়িয়ে জড়িয়েছি মাকে,
জড়িয়েছি প্রিয়াকে আমার।


রাতচরা মনকে নিয়ে
শূন্য মনে তুলোবীজের মতন
ভাসি আমি, করি শূন্যে উড়াউড়ি।
_________________
অমিতাভ (১৯.১.২০২৩) গৃহকোণ