যেদিন বাড়িয়ে দিয়েছিলে ওই নরম দুটি হাত
করেছিলাম সুখি হওয়ার শত অঙ্গিকার।
সুখ পাখি মেলেছিল ডানা কি আনন্দ অপার,
স্বপ্নরঙিন সেদিনগুলো যত সেজেছিল উৎসবমুখর হয়ে
রঙিন হয়ে উড়েছি সেই সাথে -
আলাদীনের প্রদীপ যেন ছিল সাথে সাথে!


দিয়েছিলে কতই না প্রতিশ্রুতি -
তোমার আমার ছিল কত মাতাল প্রলাপ  
ছড়িয়ে তোমার সুগন্ধ জোরালো ভালবাসার আগুন তুমি জ্বালো
মুঠোয় ভরে যত জীয়ন কাঠি
পেতেছিলাম আমরা দুজন সুখের শীতলপাটি।


আজ ওরা আর নেই যে কেউ সাথে
হারিয়ে গিয়েছে ওরা সব একই রাতে তোমারই সাথে,
এ পৃথিবী আজ স্তব্ধ নীরব
মৌন হয়ে তুমি স্পন্দনহীন  স্তব্ধ নীরব ওরা বলে শব,
চঞ্চলেরা সব কেমন অনড় অচঞ্চল, নিঃশব্দ নিথর  ...


ফসিল হয়ে ওরা হয়েছে বর্ণহীন পাঁসুটে
শুকনো হৃদয় হতে নোনা - জলের কণা ঝরে।
আকাশে আর নেই তারাদের বাস
হাসেনা চাঁদ ঐ আকাশে জোৎস্না গায়ে মেখে।


নতুন প্রতিবেশি এখন সারা আকাশ জুড়ে
ধুমকেতূ আর পোড়া কালো উল্কাপিন্ডগুলো।
জাগেনা আর শিশির ভেজা নতুন প্রভাত
সকাল সন্ধ্যা এখন শুধুই অমাবস্যার রাত।
==========================
অমিতাভ (২০.৮.২০১৫)বাড়ি, সকাল ৭-০০