এখানে ভ্রমর গায়ে পরাগ মাখে
ভোরের শিশির দোলে ঘাসে ,
লেবু ফুলের গন্ধ মেখে গায় -
এখানে পিয়ালশাখে পাখির ডাকে নতুন প্রভাত জাগে ।


লালমাটির এই দেশে আমি
সোনাঝুরি পলাশরাঙা মহুয়া বনের কোলে,
সাল পিয়ালের ছায়ায় ছায়ায় -
ঘুঘু ডাকা বনপথে আমি যে হাসনুহানার সাথে ।


নগর সভ্যতার ওই
রং মাখা সং মানুষগুলো হতে -
এখন আমি অনেক যোজন দূরে ,
নীল নীলিমায় উড়ে চলা বকের পাখার নিচে সবুজ সমারোহে ।


আঁকা বাঁকা ওই গ্রামের পথে নতুন করে পাই নিজেরে
সোঁদা মাটির গন্ধ মেখে এক বাউলমনা হয়ে ।
____________________________________
অমিতাভ (৮.৪.২০১৮) বীরভূমের গ্রামে