পারবনা আপন সত্বাকে হারিয়ে মাথা নত করে
ফুটিয়ে মুখে হাসি, সব মেনে নিতে।


অন্যের খুশির হ্যাঁতে তার অনুচিত হ্যাঁয়ের সাথে মিলিয়ে আপনারে
বিকিয়ে নিজেকে আমি অনিচ্ছায় হবনা তো প্রিয় ।


পারবনা,পারবনা হারাতে আমি আমার আমিকে
আবাল্য যে আমারে শিখিয়েছে সত্য, সারল্য, সুন্দরের পূজারী হতে ।


হারিয়ে যাব একদিন নিবিড় বনভুমের নির্জন ওই পথে
না হয় তপ্ত মরুপথে যেতে যেতে কোনও এক মরুঝড়ে আমি একেলা।


চলে যাব অনিশ্চিত জীবনের পরিনতি মেনে
অবশ্যই বুকে করে নিয়ে যাব কিছু অভিমান ।


পারবনা হারাতে আমি আপন স্বত্বাকে - বাঁচার বাহানায়,
এ' গ্রহের হাস্যকর সত্যাসত্যের এই যুক্তিহীন বিচিত্র রঙ্গশালায় ।
_________________________________
অমিতাভ (২৯.৯.১৮)