এখনও রয়েছে কিছু বাকি
এ'সময় এই দিন ক্ষণ,
পার হয়ে যেতে হবে, করে লঙ্ঘন
বরাদ্দ সময়টুকু এই ইহলোকে।


দেখ ফুল পাখি, আকাশের নীল সবুজ প্রান্তর সমুদ্র পর্বতশিখর,
লও সুগন্ধ ফুলের দাও ছড়িয়ে আপনারে ভালোবেসে ভালোবাসা নিয়ে।
পাশাপাশি রয়েছে ক্রোধ হিংসা বিদ্বেষ কাম, পরশ্রীকাতরতা ও ঘৃণার মত বিষাক্ত নেশার সম্ভার।


কাকে ছেড়ে কাকে তুমি নেবে আপন করে
পছন্দ তোমার।
উদার মানবিকতা ও ভাতৃত্বের সুগন্ধের নির্যাস,
নাকি সংকীর্ণ মন নিয়ে ধর্মের অন্ধত্বের কালো ধূপের ধোঁয়া,
দর্প ঘৃণা বলপ্রয়োগ আর অত্যাচার?


উন্মুক্ত আকাশের নিচে এই জীবদ্দশায় কি নেবে, পছন্দ তোমার।
হৃদয়ের বিশালতা নিয়ে পার্থিব জগৎ হতেই নেবে স্বর্গীয় নান্দনিক সুখ ও সুষমা?
নাকি বিভ্রান্ত হয়ে  লোভ ও ধর্মের চাদরে জড়িয়ে আপনারে
রক্তে রাঙিয়ে নেবে ওই  হৃদয় মন দুই হাতকে তোমার ?
পছন্দ তোমার !


জীবদ্দশায় জ্ঞানচক্ষু খুলে স্বর্গীয় আনন্দ ও উপলব্ধিকে ছেড়ে
একচক্ষু হয়ে থাক খোয়াবে তুমি - জন্নতের হুরের, বৈতরণী পার করে স্বর্গপ্রাপ্তির?
স্বপ্নই দেখে যাবে শুধু পূজা ও ইবাদত করে পরপারে জন্নত প্রাপ্তির কিংবা স্বর্গীয় সুখের,
যেখানে নেই বিভেদ বিদ্বেষ, নেই হানাহানি, নেই আত্মম্ভরিতা।
অথচ ইহলোকে করেই চলেছ  অহরহ ঠিক সেইগুলো- মুখে ধর্মের দোহাই দিয়ে,
মৃত্যুর ওপারে এক অজানা জগতে ওই একই  ব্যবহার না পাবার আশায় ?
বড় হাসি পায় হয় রক্তক্ষরণ এমন বিবেকহীন অন্ধ ধর্ম সংকীর্ণতায়।
তবে করতেই পার তুমি এমন অমানবিক নির্মমতা স্বীয় যুক্তির অর্বাচিন বিচারে,
- পছন্দ তোমার।
____________________
অমিতাভ (২১.৭.১৯) বাড়ি, রাত ১-১৫