লাজুক লতা লজ্জাবতী –
তার লাজের সীমা নাই
একটু ছুঁলেই থির থিরিয়ে
লাজে মরে যায় ।


লজ্জাবতী বলে –
না না ছুঁয়োনা ছুঁয়োনা আমায়
ওই ছোঁয়াতে হৃদয় কাঁপে –
কোথায় তারে পাই ।


রই যে বসে দুয়ার খুলে –
সুজন আমার আসবে বলে
ছুঁয়োনা ছুঁয়োনা ওগো –
আমি যে লাজে মরে যাই ।


রূপ রস যৌবনের মেলা
সঙ্গোপনে রাখি সদাই
না না ছুঁয়োনা ছুঁয়োনা আমায়
আমি যে লাজে মরে যাই ।


আমি লাজুক লতা লজ্জাবতী –
আমার লাজের সীমা নাই ।


______________
অমিতাভ (৩০।১১।২০১৩ )