রাজনীতি তো রাজার নীতি, প্রজা পালন করা
ভুলে গিয়ে দল মত পথ, ন্যয়ের পথে চলা ।
তাই যদি হয় – কী দেখি আজ, কেমন নেতা এরা
শোষন পেষন দলতন্ত্রেই ব্যস্ত দেখি তারা ।
এদল ওদল পরষ্পরে বিবাদেই মসগুল
নিজগৃহে শতছিদ্র , পরোয়া নেই কারুর ।
কতশত ফিরিস্তি আর শুধুই অঙ্গিকার
আলোর কোথাও নেই যে দেখা, শুধুই অন্ধকার ।


তারা কে কার লাগি, কা'র জন্য, কিসের কথা বলে
আমজনতার কাছে যে তা আদৌ স্বচ্ছ নয় ।


দেশ বিদেশে একই কথা, মসনদে যে রয়
সাধারনের জন্য তাদের মোটেই লড়াই নয় ।
সমাজতন্ত্র গনতন্ত্র – সব গুলিয়ে একাকার
ধনতন্ত্র রাজতন্ত্র – তারা কে কার অলঙ্কার ।
আরে – অন্ন বস্ত্র খাদ্য গৃহ , এই টুকুই তো চাই
শিক্ষা স্বাস্থ শাষন বিচার , সঠিক ভাবে চাই ।
কিছুই তো নেই সঠিকভাবে ,দেখি দুচোখ খুলে
সুশাষনের ঢক্কানিনাদ অপশাষন দিয়ে ।


হিংসা দ্বেষ হানাহানি প্রতিহিংসা দিয়ে
দলতন্ত্র কায়েম করা শোষন পীড়ন দিয়ে ।
রাহাজানি লুন্ঠন আর চুরি ঝুড়ি ঝুড়ি
ক্রমান্বয়ে অবনতি , মুখেই শুধু বুলি ।
নেতারা সব দেশের লাগি জান্ কুরবান্
বিশ্বব্যপি অর্থনীতি ভেঙ্গে খান্ খান্ ।


এটাই যদি রাজনীতি হয়, কারা এসব নেতা
আমজনতা ঘোর আঁধারে , কাদের এরা নেতা ?
=========================
অমিতাভ ( ৮.১০.২০১২ )