রাঙা মাটির বাঁকা পথে
এঁকে বেঁকে যাই এগিয়ে,
শান্ত সবুজ গ্রামখানিরে
দেখি  নয়ন  ভরে।


নীল আকাশের নিচে রাঙা
যেন সবুজ ফরাস পাতা।
প্রজাপতি , ফড়িং ওড়ে
সবুজ ধানের শিষে ।


শান্ত সবুজ ধানের ক্ষেতে
আমি যাই ডুবে যাই মিশে ।


বাঁশ বাগানের পাতায় পাতায়
ওরা যে কি কথা কয় হাওয়ায় দুলে ,
হাসনুহানা গন্ধ ছড়ায়
গ্রামের বাঁকা পথে ।


ওই রূপবতীর অঙ্গ শোভা
আকন্ঠ পান করি ,
যেন অষ্টাদশীর  রূপের ছটা
আমায় দেয় যে পাগল করে ।


ধানের শিষে দখিন হাওয়ার  
দোলন লাগে ঢেউ খেলে যায়,
বিজুরি চমকি ওঠে
তার কোমল অঙ্গের বাঁকে  ।


সুন্দরি তোর রূপের ছটায়
মাতাল এ'মন সবুজ নেশায়
আমি যাই হারিয়ে ওই রূপসাগরে -
যাই ভেসে আবেশে ।
===============
অমিতাভ (১৮।০৫।২০১৪) সকাল ৬-০০


শহরের ইট কাঠ পাথরের ভিড় থেকে গতকাল ছুটির দিনে ভোরবেলায় পালিয়ে গিয়েছিলাম এক প্রত্যন্ত গ্রামে । সেখানে খালি পায়ে ধানের ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে এক অদ্ভুৎ আনন্দ অনুভুত হতে থাকে। তখনই কবিতাটি লেখা , হয়তো ভাল লাগবে ।