অনেক হেঁটেছি আমি এই পথ দিয়ে
বহু যুগ বহু দেশ বহু যোজন হয়ে নীরবে নিভৃতে।
বারে বারে  চক্রাকারে কালক্রমে ঘুরে  
পরিক্রমনে ন্যস্ত আমি কালের প্রবাহে ইতিহাস হয়ে।


নীলনদের তীর বয়ে উষর বিস্তৃত ওই বালুকাভুমিতে,
নক্ষত্রের নিচে এক চন্দ্রিমা রাতে
উত্তুঙ্গ পিরামিডেরা রয় সদর্পে দাঁড়ায়ে,
নিস্তব্ধ মরুপ্রান্তরে এক বোবা ইতিহাস হয়ে।
একা স্ফিংস্  জেগে রয় শ্যেন দৃষ্টিতে নীরব সাক্ষী হয়ে রাতের আঁধারে।
মায়াবী জোছনা রাতে টুটেনখামেন হাসে পিরামিডে শুয়ে ।
পরিক্রমনে ন্যস্ত আমি কালের প্রবাহে ইতিহাস হয়ে।


সুরম্য বেবিলন ,টাইগ্রিস, ইউফ্রেটিস, বাগদাদ হয়ে,
খেজুর পাতার ছায়ে পু র্ণিমা রাতে !
হেঁটেই চলেছি আমি কাবুল কান্দাহার দিয়ে ভারতভূমিতে।
গঙ্গোত্রি যমূনোত্রি – গঙ্গার উৎসস্থল হয়ে হেঁটেই চলেছি আমি -
নিচে সমতল দিয়ে,
বুদ্ধ আজ ইতিহাস সাঁচিস্তুপ সাক্ষী রেখে  
শিক্ষার কেন্দ্রস্থল নালন্দা বিহারে ।


আমি যে ইতিহাস, সময়ের সাথে সাথে এগিয়ে চলেছি আমি
পায়ে পায়ে মহাকালের পরিব্রাজক হয়ে।
দূরে নীল সমুদ্রপারে কারা ঐ চেয়ে রয় ভূমধ্যসাগর তীরে,
উদাস নয়নে গ্রীক মন্দির হতে??
ওদিকে মায়া সভ্যতা রহস্যময় মেঘের চাদরে,
কে ডাকে আঙ্করভট বরবুদুর হতে ??


অনেক হেঁটেছি আমি এই পথ দিয়ে
বহু যুগ বহু দেশ বহু যোজন হয়ে নীরবে নিভৃতে।
বারে বারে  চক্রাকারে কালক্রমে ঘুরে  
পরিক্রমনে ন্যস্ত আমি কালের প্রবাহে ইতিহাস হয়ে।
========================
অমিতাভ (২১।৫।২০১৪)