আমি নেতা বড়ই ক্লান্ত
আমি সেইদিন হবো শান্ত ,
যবে জনগনের মুখ দিয়ে
আর কোনও কথা বেরোবেনা ।
অত্যাচারে নিপীড়নে -
কেউ ঘর থেকে আর বেরোবেনা ।।


আর মাত্র কিছু দন্ড
একবার জিতে বেরিয়ে আসি
আমি কোরবো সর্ব শান্ত ।
আমি রক্তবন্যা বইয়ে দিয়ে
কোরবো মাভৈ নৃত্য ।।


আমি ঘরে ঘরে ভোট ভিক্ষা চেয়েছি
করেছি অনেক কষ্ট ,
দেখবো এবার আমি যে তোদের
আমাকে পাওয়া খুব কষ্ট ।


আমি নিত্য নিত্য লুটবো বিত্ত
থাকবো হৃষ্ট চিত্তে ,
সরকারি এই তোষা খানাটিরে
দেখি কতখানি পারি লুটতে ।


আমি নেতা বড়ই ক্লান্ত
আমি সেইদিন হবো শান্ত ।।
যবে জনগনের মুখ দিয়ে
আর কোনও কথা বেরোবেনা ।
অত্যাচারে নিপীড়নে -
কেউ ঘর থেকে আর বেরোবেনা ।।
=================
অমিতাভ (২৬।০৪।২০১৪)