দুই নেশাড়ু বলছে শুনি লেকের ধারে বসে
একের হাতে বাংলা বোতল ,গাঁজা অপর হাতে


- বুঝলে দাদা  .. এখন কাজ কম্ম কিচ্ছুটি নেই সবাই হচ্ছে ধড়িবাজ ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


-হ্যাঁগো দাদা, মাস্টারদের পিটছে বেদম , লাঠি হাতে ছাত্ররা সব,
গালি দিয়ে-জামা ছিঁড়ে– ঘেরাও করে আটকে রেখে- হচ্ছে পড়া পাঠ্ ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


-হ্যাঁগো দাদা, গুরুমশাই যাচ্ছে এখন বস্তা বেঁধে পিঠের ওপর
জানেনা আজ ফিরবে ঘরে -নাকি জুটবে বেদম মার ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


-বলছি শোন, এখন পড়াশুনা শিকেয় তুলে চলছে বিনোদন
গলি ঘুজি, পথের মোড়ে, সপিং মলে, লেকের ধারে - প্রেমের বৃন্দাবন ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


-আবার দেখি, গুরুরা বড় ব্যস্ত এখন নারীর শোধন নিয়ে
উন্মোচনে শয্যাসুখে শোধন করে তারে ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


-হ্যাঁগো দাদা , এদিকে নন্দি ভৃঙ্গি চেলারা সব নেমে গেছে পথের ওপর
আঁচল টেনে-জামা ছিঁড়ে– নারীর দেহ খুবলে খেয়ে -নাচছে তা ধিন ধিন ।
আরে - রাম রাম রাম রাম , বলকি ব্রজগোপাল !


তার চাইতে আয় দুজনে বোতল টেনে গাঁজা ফুকে
লেকের ধারেই ঢলে পড়ে থাকি দুজনায়,
বুঁদ হয়ে যাই মদের নেশায় ,যাই ডুবে তোর গাঁজার ধোঁয়ায়
ভুলতে চাই  প্রতি দিনের এই নরক যন্ত্রনা ।  
- যা বলেছ দাদা আমার - ওই নরকের যন্ত্রনা যে সহ্য হয়না আর ।
=========================
অমিতাভ (২৩।৯।২০১৩ )


( বর্তমান সমাজের পঙ্গুতা ও ক্লীবত্যের   রুপ তুলে ধরতেই এই সেটায়ারিক গপ্প )