লভেছি জনম মানব জীবন
আশার কুহকে ভুলি ,
কাম লোভ আর মোহের অনলে
জ্বলে যাই নিরবধি ।


ভুলে যাই সবে ছোট্য জীবন
নিভে যাবে দ্বীপ জানিনা কখন ,
মেতে উঠি সবে মরণ খেলায়
ঘৃনা লোভ দুরাশায় ।


একদিন তোরে সব ফেলে রেখে
চলে যেতে হবে শেষে ।
কোথায় কখন কিভাবে যে তারে
যেতে হবে সব ছেড়ে ।


পৃ্থিবীর ধন পৃ্থিবীরে দিয়ে
যেতে হবে গ্রহ ছেড়ে ।
ছেড়ে দিয়ে সব স্বজন আপন
অন্তহীন সুদুরে ।


তবু কেন এত দম্ভ বড়াই
কেন শুধু এত চাই আরও চাই ।
কিছুই যাবেনা সঙ্গে দেহের
পুড়ে রবে শুধু ছাই ।

ক্ষনিকের এই ছোট্য জীবন
অলীক স্বপন মায়ার ভূবন ,
যেদিকেই চাই কান পেতে শুনি
শুধু চাই চাই – আরও চাই !!


ওগো সুন্দর প্রাণ মনোহর
কোথায় তোমারে পাই ,
দাও আলো দাও অধমেরে তুমি
তোমারেই যেন পাই ।
================
অমিতাভ (৪।৮।২০১৪ )