কবরী কুন্তলে ...... ( ২ )
=============


স্বপ্ন  দেখি -
পাহাড় উপত্যকা ঢালু পথের পরে,
ছায়ায় ঘেরা পেলব তোমার
বনবিথী মাঝে।

পীপাসা মেটাই তোমার ...
হ্রদের স্বচ্ছ জলে ,
ডুব দিয়েছি অতল তলে
তোমার উৎস খুঁজে পেতে ।

রক্তিম সুবর্ণ শোভা
ওই আবছায়া কাননে,
চঞ্চল এ’হৃদয় জাগে  
অনন্ত হরষে।

একি উচ্ছাস দুটি প্রানে
উন্মত্ত উল্লাসে,
ব্যকুল হৃদয় উছল পরাণ
তপ্ত লাভাস্রোতে ।

ভ্রমরের গুঞ্জরন
পরাগে রেনুতে ,
অঞ্জলি লহ মোর
উষ্ণ প্রস্রবনে ।

আমি রইবোনা ওই ভালবাসার
ফুলদানিটির মাঝে,
আমায় তুমি রেখো তোমার
কবরী কুন্তলে ।
===================
অমিতাভ (২৯।৮।২০১৪)রাত্রি ১১-০০