অভিমান আগেও ছিল প্রাচুর্যের গৌরবে
অভিমান আজও আছে, কেন হারায়েছি তারে ।


রূপ যৌবন প্রান প্রাচুর্যের মেলা
কারে ছেড়ে কারে লব ছিল নিত্যদিনের খেলা ।


গরবিনী রূপ আর উদ্ধত যৌবন
প্রানের প্রাচুর্য তারে করেছে বহন ।


অস্তাচলে সূর্য ঢলে দিকচক্রবালে
ফেরানো যায় কী তারে মধ্য গগনে ?


ফাগুনে আগুন ছিল কৃষ্ণচুড়া লাল
শীত আসে পাতা ঝরে –
ঝরে যায় ঔজ্জল্য রং রূপ তার ।


ধুয়ে যায় যত রং শ্রাবন ধারায়
ফিরবেনা সে তো আর এই অবেলায় ।


জীবন যৌবন রূপ, যত গর্ব আমার  
কালস্রোতে ভেসে তারা নেয় যে বিদায় ।


আনমনে ভাবি বসে
এই অবেলায় .........


অভিমান আগেও ছিল প্রাচুর্যের গৌরবে
অভিমান আজও আছে, কেন হারায়েছি তারে ।
=========================
অমিতাভ (৮।৯।২০১৪)