থেকোনা, থেকোনা বিষন্ন মনে  
ভগ্ন হৃদয়ে,
একাকী অমানিশায়
নীরব বাতায়নে।


নিঝুম নিস্তব্ধ নির্বান্ধব রাতে
একাকী আনমনে জোনাকীর সাথে ,
বড় ভয় পাও জানি , অন্ধকার রাত্রিকে
আরও ভয় পাও ওই - একাকীত্বকে ...


তোমার চোখের জল ,
ঝরে পড়া হাহাকার
আমারে কাঁদায় আজও
তিল তিল করে ।


থেকোনা, থেকোনা মৌন হয়ে
অমন নিঃস্ব হয়ে চেয়ে ।


যে মালা পরিয়েছিলে
সস্নেহে ভালবাসা দিয়ে ,
মনে আছে ?


হয়তো শুকিয়ে গিয়েছে ওরা -
তবু আজও  
সযত্নে জড়িয়ে রয় –
বুকের ওপর ......


তোমার ঠোঁটের উপর ঠোঁট...শরীরে শরীর
আইভি লতার মত
আষ্টেপৃষ্টে আজো জড়িয়ে তোমায় ,
তবুও উষ্ণতা , পরশ , ঘ্রান ...
জানি পাবেনা যে আর ।
প্রিয় -
আমি যে বিদেহী আজ
এক অতীত তোমার ......


কী করে বোঝাই বল
তোমার নীটোল প্রেম উষ্ণ আদর
প্রাণখোলা এক আকাশ অম্লান হাসি ,
পাবোনা পাবোনা তারে যে আর ...


তুমি কী জানো ?
ওরা আজও প্রতি পলে শুধু
কাঁদায় আমারে ...
প্রিয় –
আমি যে বিদেহী আজ
এক অতীত তোমার ......
===============
অমিতাভ (১২।৭।২০১৪) রাত ১০-৪৫