==========
স্বপ্ন ঃ
ঘন কুয়াশায় মোড়া –
শিশির সিক্ত এক নতুন প্রভাত ,
কাঁচা সোনা রং মেখে পূবের আকাশে
জাগায় পৃথিবীরে রবি -
মুখে তার অম্লান উজ্জীবিত হাসি।


উড়ো মেঘেদের সাথে বলাকার সারি
সবুজ ধানের ক্ষেত দিগন্ত প্রসারি,
শান্ত নদীটি বয় অদুরেই তারি।
কলসি কাঁখে ছলাক্ –
গ্রামের বধুরা চলে গান গেয়ে ‘ঝারি’।


অলস দ্বিপ্রহর , দুর হতে ভেসে আসে
উদাসী রাখালের সুমধুর বাঁশি।


হাওয়া দোলা দিয়ে যায় সবুজ ধানের শিষে
দিগন্তে কাশবন , শঙ্খচিল নীলে ।


আনমনে বসে রই শান্ত বটের ছায়ে
কপোত কপোতির মত -প্রেমিকার কন্ঠলগ্ন হয়ে ।


বাস্তব ঃ
এ পৃথিবী  ছেয়ে রয় ঘন কালো দুর্যোগের মেঘে
ব্জ্র বিদ্যুৎ আর ভয়াবহ গর্জনে -
নতুন সূর্য আর ওঠেনা আকাশে
রাতের পরে বুঝি অনন্ত এ’রাত, হয়না প্রভাত !!


চারিদিকে অভাব অস্থিরতা হিংসা  বিদ্বেষ
হানাহানি লুন্ঠন  শোষন ধর্ষনের  দরাজ রাজ্যপাট –
বর্তমান শতাব্দির অঙ্গে আজ এমনই  ভূষন !
শালীনতা সম্ভ্রম সৎ প্রবৃত্তি যত
হারিয়ে গিয়েছে ওরা -দুর্যোগে ,বন্যায় ,
দুর্নিবার সামাজিক ঝড়ে !!  

নিশ্ছিদ্র অন্ধকার রাত্রি, নারীকন্ঠের আর্তনাদ ,
বাদুড়ের পাখার নিচে –অশনি সংকেত ।
হিংস্র হায়নাদের  ইতস্তত আনাগোনা ,রক্ত পিপাসায়
আজকের  পৃথিবী  যেন এক দৈত্যের দেশ !!  
====================
বাড়ি (২৭।১২।২০১৪) দুপুর ২-৩০