=============


সে তো জানে একটাই ভাষা
ভালবাসা ...
সময়ে কিংবা অসময়ে
হয়তো বা বদলায় বাসা ...


তবুও ভালবাসা ভালবাসাই হয়,
সে কী শুধু কৌমার্য আর পৌরুষের ক্ষুৎনিবৃত্তিতে ?
ভালবাসা রয়ে যায় মনের গভীরে –
নির্মল ভাস্বর  চিরস্থায়ী হয়ে ,
হয় যদি শুধু একটুকু ভাল ... বাসা !!


আমি যে বেসেছি ভাল এই ছোট্ট হৃদয়ে
আকন্ঠ ভরেছি তারে তোমার হৃদয় হতে
দেহ হতে, ঘাম গন্ধ হতে, রোম রোম হতে !
পারিনা ভুলতে তারে
লেপটে রয়েছে এই শরীরের সাথে,
প্রাণে মনে রক্তে আর হাড়মাসে ।


বাসা বদলালেও তুমি –
কিছুই যায় আসেনা তাতে,
এই ছোট্ট হৃদয় যে বড় অকুলান।
পারেনা রাখতে এর বেশি ভালবাসা
অন্য থেকে নিয়ে , তোমাকে সরিয়ে !!
তুমি যে দিয়েছ তার মুখ শক্ত করে এঁটে
অকুন্ঠ ভালবাসা ভরে এই ছোট্ট হৃদয়ে ...


দেহের প্রতিটি অনু কাঁদে, প্রাণ কাঁদে
তোমারে না পেয়ে,
তবুও হৃদয় যে ভরে আছে
তোমার সম্পৃক্ত ভালবাসায়।
বাসা বদলালেও -
ছড়িয়ে রয়েছ তুমি হৃদয়ের অভ্যন্তরে -
সম্পৃক্ত হয়ে।


ভালবাসা রয়ে যায় মনের গভীরে –
নির্মল ভাস্বর চিরস্থায়ী হয়ে ,
হয় যদি শুধু একটুকু ভাল ... বাসা !!
====================
অমিতাভ (১৮।০১।২০১৫) বাড়ি , দুপুর ১-৩০