==========


কেন ডুবেও ডোবেনা সূর্য,
কেন এঁকে রেখে যায় দিগন্তের প্রান্তরেখায় ,
পড়ন্ত বেলার  দ্যুতি লাল রং  দিয়ে –
উজ্জ্বল স্বর্ণাভ রক্তিম চিত্রপট আকাশের গায়?


অতৃপ্ত হৃদয় কেন মরেও মরেনা সে
তুষের আগুন হয়ে দগ্ধে জ্বালায়  -
দুরন্ত আশা আর
ফেলা আসা স্মৃতিদের ধুসর কুয়াশায় ...


ডুবেও ডোবেনা কেন
মরেও মরেনা প্রাণ - কোন দুরাশায় ??


আবার আসবে ভোর !
ভ্রমরের গুঞ্জন - পরাগমিলন?
গন্ধ ছড়াবে ফুল - এই দুরাশায় ??


হাঃ ...
মন্দ বাতাস আর ভ্রমর কোথায় ??
=====================
অমিতাভ ২।২।২০১৫) বিকেল ৬-০০