হেমন্তের  বিকেলের গোধুলী বেলায়
বিবর্ণ হয়ে ঝরে যায় হলুদ পাতা,
কান পেতে শুনি শুষ্ক পত্র মর্মর
ঢলে পড়া বিকেলের রৌদ্রছায়ায়।


জীবনের যত রং রূপ উষ্ণতা আর আনন্দগুলো
দূর হতে দূরে – ক্রমেই আরও দূরে সরে যায়
বিলীয়মান নিভু নিভু মায়াবী ছায়ায় ...
ক্ষীণ হতে ক্ষীণ স্বরে বলে যায় শুনি
'বিদায় বন্ধু আসি তবে বেলা বয়ে যায়’।


বড় একঘেয়ে এই জীবন হারিয়ে গিয়েছে রং
দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির মতন,
সারদিন ঝুলে থেকে শুধু টিক টিক টিক,
কিংবা ঝোলানো কেলেন্ডারটা যেমন -
হাওয়া এসে দোলা দেয়, চক্রাকারে ঘোরে আর মরে মাথা ঠুকে ...


চাইলেও বেরোনো যায়না যে আর
নিরুপায় অসহায় বন্দি জীবন,
নির্দিষ্ট সীমিত এক গন্ডির ভিতর ...
একনাগাড়ে টিক টিক টিক
নয়তো বা দিন রাত শুধু মাথা ঠোকা।  


ধুসর বর্ণহীন হয়ে শুধু বেঁচে থাকা
দিন আসে দিন যায়, স্মৃতিগূলো খোঁচা দেয়
অসহ্য, অর্থহীন ... তবু বয়ে নিয়ে চলা,
নীরব অপেক্ষায় পাতা ঝরবার।

ততক্ষন
একনাগাড়ে টিক টিক টিক,
নয়তো বা দিন রাত শুধু মাথা ঠোকা !!
======================
অমিতাভ (১০।৩।২০১৫) সকাল ৭-৩০