হোক না ভুমিকম্প হোক টর্ণাডো সাইক্লোনও হোক
আরও অনেক অনেক বেশি করে...


এমন করে বেঁচে থেকে -
এমনিই তো মরছি সবাই প্রতি পলে পলে
দিন দিন প্রতিদিন  - তিল তিল করে।

তার চাইতে একবারেই হোক না সকল জ্বালা শেষ
শিবরাত্রির সলতের মত  গুটিকয়জনেই নাহয় থাকুক না বেশ -
সুতানটি, গোবিন্দপুর আর কোলকাতাতে!


হোক না ভুমিকম্প হোক টর্ণাডো সাইক্লোনও হোক
আরও অনেক অনেক বেশি করে...


মরে গিয়ে বেঁচে যাব
যত অপমান গ্লানী আর রোজকার এই ভোগান্তিগুলো থেকে।
একে কী বাঁচা বলে? চুপ করে মুখ বুজে থেকে –
যত অন্যায় অবিচার দেখা আর হজম করে বাঁচা?


যে ক’জন থাকবে ওরা বেঁচে
বাঁচুক ওরা বাঁচার মতন করে -
আগামির কোলে,
মুক্তির স্বাদ আর মানবিকতা নিয়ে ...


হোক না ভুমিকম্প হোক টর্ণাডো সাইক্লোনও হোক
আরও অনেক অনেক বেশি করে...
====================
অমিতাভ (২৫।৪।২০১৫) বাড়ি, দুপুর ২-৪৫


আজ সমগ্র উত্তর ও পূর্ব ভারতে প্রবল ভূমিকম্প অনুভূত হয় যা কিনা
রিখটার স্কেলে ৭’৭ অনুভূত হয় নেপালের পোখরায় । ওই দুর্গতদের
জানাই আমার আন্তরিক সহানুভূতি।


তবে এই লেখার প্রেক্ষিত একটু আলাদা।  আশা করি ভাল লাগবে ।