তুমি আসবে ভেবেই আনন্দ আজ বাঁধ ভেঙ্গেছে নিধুবনে
তোমায় ভেবেই পাগল এ'মন নেচে বেড়ায় কাশের বনে
মগ্ন হবো তোমার প্রেমে তোমায় পেয়ে সঙ্গোপনে-
জমে থাকা দুঃখগুলো যায় ভেসে ওই সুখপ্লাবনে।


দাঁড়িয়ে আমি পথের বাঁকে স্নিগ্ধ বকুল হাতে নিয়ে
ছড়িয়ে দেব পথের উপর মুগ্ধ হবে আবাহনে !
তুমি আসবে জেনেই আমার যত আনন্দরা রঙিন পাখায়
মন রাঙিয়ে প্রেমের নেশায় উড়ছে ওরা তোমার আশায়।


ভালবাসার অমল আলোয় ভাসবো দুজন ভালবেসে
মগ্ন হয়ে রই যে বসে তোমার নেশায় নির্নিমেষে।
আসবে তুমি আসবে আমার আঁধার রাতের আলো হয়ে
ভরিয়ে দেবে তৃষ্ণা যত তোমার মধুগন্ধ, উষ্ণতাতে।


তুমি আসবে জেনে হৃদয় যে আজ কি উচ্ছ্বাসে
দুরু দুরু বক্ষে আমি শুধুই তোমার অপেক্ষাতে।
=======================
অমিতাভ (১৩।৬।২০১৫) বিকেল ৪-০০