কাল রাতভর ঝুম বৃষ্টির পর
আবার এসেছে এক নতুন সকাল ।
হাজারো অপরাধ করে জ্ঞানে অজ্ঞানে
ঘুমিয়ে পড়েছিলাম সবাই ক্লান্ত হয়ে রাতে - ধরণীর বুকে।


বৃষ্টিকে সাথে নিয়ে প্রকৃতি  দাঁড়ায় এসে শিয়রের পাশে
দেখে তার ক্লান্ত বাতুল সন্তানেদের নির্নিমেশে চেয়ে ।
দুঃখ পায়, তবুও ভাবে সন্তান তো ওরা তারই সর্বশেষে!
তাই সারা রাত নির্ঘুমে থেকে –
অবিরাম ধুয়ে দেয় একে একে সবাইকে ব্যক্তি নির্বিশেষে
আমাদের জমে থাকা কৃত যত কালিমা ক্লেদ অক্লেশে।

কাল রাতভর ঝুম বৃষ্টির পর
রামধনু এঁকে ঐ পূবের আকাশে -
আবার এসেছে এক বিধৌত অম্লান ,
আলোকোজ্বল সোনামাখা নতুন সকাল - সুদিনের আশে ।
________________________
অমিতাভ (২২।৬।২০১৫)বাড়ি, সকাল ৬-৩০